কসবায় কুটি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (২৭ জুন) বিকেল ৪ টায় কুটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণনাট্য শোভাযাত্রা বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমুনী এসে রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ মন্দিরে এসে রথযাত্রা শেষ হয় । রথযাত্রা মহোৎসবে এলাকার বিপুল সংখ্যক হিন্দু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। 

রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের প্রধান উপদেষ্টা, বাবু সুজিত কুমার রায়, সভাপতি – কৃষ্ণপদ সাহা, সহ-সভাপতি প্রাতোষ সাহা শিমুল সাহা,  সাধারণ সম্পাদক – টুটন কুমার সাহা  ,উপদেষ্টা বন্ধন সাহা, নৃপেন্দ্র কর্মকার, সহ সাধারণ সম্পাদক -শিমল সাহা, কোষাধক্ষ্য-চিত্ত সাহা, জহরলাল সাহা, সাংগঠনিক সম্পাদক বিপুল সাহা কিংকর ঘোষ, আরো উপস্থিত ছিলেন তরণী দেবনাথ তাপস সাহা টুকন সাহা স্বপন পাল রঞ্জিত দাস স্বপন পাল সুমন কর্মকার সহ জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটি উপদেষ্টা পরিষদের ভক্তবৃন্দ।  পরে অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published.