কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার (২৭ জুন) সকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোঃ মনির আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার চারুয়া গ্রামের খোরশেদ আলমের বসত ঘর থেকে ৮০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

এ সময় বাড়ির মালিক মোঃ হানিফ মিয়ার পুত্র খোরশেদ আলম (৪৬) কে গ্রেফতার করা হয়েছে এবং তার পুত্র হাসান মিয়া (২৬) পলাতক রয়েছে।
এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদের জানান, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।