কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা ৪২ মিনিটে চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম হোসেন মজুমদার জানান, ট্রেনটি স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শামীম হোসেন মজুমদার আরও জানান, নিহতের বয়স আনুমানিক ৪২ বছর হবে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।