দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার ফলাফল

দেলোয়ার হোসেন ॥ টাংগাইল জেলা কালিহাতি থানা বল্লার গ্রামের অবস্থিত প্রফেসর ড. মুহা: আব্দুল বারী (রহ:) প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষায় ২০২৫ এবারের ফলাফল প্রকাশে জানা যায় ৭৫জন পরীক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে।

মোট পরীক্ষার্থী = ৭৬জন; A+ = ০১ জন, A = ৩৯ জন, A – = ২৩ জন, B =8 জন, C = 4 Rb ।   উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭৫জন। পাশের হার ৯৮,৬৮%।

Leave a Reply

Your email address will not be published.