কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥গত রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই সুজন চন্দ্র মজুমদার, এসআই ফারুক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখপীর সিএনজি স্ট্যান্ড থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪৬)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে কসবা পৌরসভা দক্ষিন খারপাড়ার মোঃ হারুনুর রশিদের বসত ঘর থেকে ৪ কে যে গাঁজা উদ্ধার করা হয়। আসামি পলাতক রয়েছে। এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।