৫৪ বছরের বাংলাদেশে আমরা এইস্বাস্থ্য ব্যবস্থা চাইনা: ডা. তাসনিম জারা

প্রশান্তি ডেক্স ॥জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, ‘আজ রাজবাড়ীতে পথসভা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমাদের সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। রাজবাড়ী সব সময়ই বঞ্চিত। আপনাদের ভালো একটি হাসপাতাল নেই। আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি মানুষের কতটা ভোগান্তি হয়। হাসপাতালটিতে অনেক অব্যবস্থাপনা আছে। রোগীদের কিছু হলেই যেতে হয় ফরিদপুর। কারও স্ট্রোক হলে এখানে কোনও চিকিৎসা নেই। অনেক দূরে যাওয়ার কারণে রাস্তাতেই মানুষ মারা যায়। ৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্যব্যবস্থা চাই না।’

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় জনতার উদ্দেশে ডা. তাসনিম জারা আরও বলেন, ‘টাকার অভাবে যেন মানুষ মারা না যায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা চাই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন আধুনিক হয়। রাজবাড়ীর শিক্ষা ব্যবস্থাও যেন শীর্ষমানের হয়। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গত বছরে আন্দোলনে আপনারা গুলির ভয় করেননি, আন্দোলনের সামনে গিয়েছেন। এই যে আপনারা সাহস নিয়ে নামছেন, এটা কোনও সরকার পরিবর্তনের জন্য না, এই ভাঙা দেশটা যেন জোড়া লাগে, বাংলাদেশটা যেন বদলায়ু সেজন্য আপনারা মাঠে নেমেছেন। আজ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দ মাঠে নেমেছেন যেন দেশটা বদলায়, যেন সব নাগরিকের হয়। যা যা সংস্কার করার প্রয়োজন, যা যা বদলানোর প্রয়োজন সবই আমরা করবো।’

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিলসহ বিভগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.