কসবায় বিশ্বজন সংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা  পরিষদ মিলনায়তনে  কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়  এ অনুষ্ঠানের  আয়োজন করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুবতাসিম ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ ছামিউল ইসলাম । তিনি বলেন, বাল্য বিবাহের ফলে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বাল্য বিবাহের কারণে তরুনরা নিজেদের ভবিষ্যৎ সুন্দর ভাবে গড়তে পারছে না।  দেশকে ভালবেসে সরকারের সিদ্ধান্ত মেনে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সঠিক ভাবে পালন করতে হবে। ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট   সরকারের এ নির্দেশনাটি মানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা  হাজেরা বেগম,ডাক্তার রৌশন আরা বেগম।

বক্তব্য রাখেন, কসবা টি আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ তছলিম মিয়া,কসবা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রহিমা খাতুন, কসবা  সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র  শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির  সাবেক সভাপতি আলী আশরাফ,উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক  হিজবুল্লাহ হেলালী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.