প্রশান্তি ডেক্স ॥জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।’

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। কিন্তু তার থেকে বড় বিষয় এটি ফ্যাসিস্ট মতাদর্শ বহন করে। এই আদর্শকে পরাস্ত করতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত আছি। আমাদের নিরাপত্তার জন্য শুধু আপনারাই আছেন। আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আন্দোলনে নেমেছিলাম সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আছি।’
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সহ অন্যরা।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিলসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।