বাণিজ্যের নামে গোপন চুক্তি জুলাইয়ের চেতনা বিরোধী: বাংলাদেশ ন্যাপ

প্রশান্তি ডেক্স ॥ ‘জুলাই গণঅভ্যুত্থান আগামী দিনে দেশের স্বার্থবিরোধী, জনবিরোধী যে কোন শাসকের বিরুদ্ধে আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া একতরফা শর্তাবলির মাধ্যমে যে কোনও গোপন চুক্তি স্পষ্টতই জুলাইয়ের চেতনাবিরোধী’ বলে মনে করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

দলটির দুই শীর্ষনেতা বলেন, ‘বাণিজ্যের নামে কোনও গোপন চুক্তি দেশবাসী মানবে না, মানতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন রাজনীতির পথে এ ধরনের গোপন চুক্তি বাঁধা হয়ে দাঁড়াবে।

তারা বলেন, ‘এ ধরনের যে কোনও চুক্তি সম্পাদন থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আগ্রাসন ও দেশের অর্থনৈতিক রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গত বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর যে সব চুক্তি হবে, তা প্রকাশ করা যাবে না’ বাণিজ্য উপদেষ্টার এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published.