ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কসবা উপজেলার চারতলা মার্কেট চত্বরে ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মোঃ বিল্লাল হোসেন, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ বেনজির আহমেদ রাশু, মোঃ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ আলী আশরাফ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক দফতর সম্পাদক বিল্লাল হোসেন, কসবা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মোঃ ফরিদ উদ্দিন কুটি ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ জসিম উদ্দন প্রমুখ বিভিন্ন গ্রাম থেকে মটর সাইকেল শোভাযাত্রা সহ হাজার হাজার নেতাকর্মী জনসভা স্থলে উপস্থিত হয়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান বলেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে । আমাদেরকে ও আপনাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। বিএনপি বিগত ১৭ বছর আন্দোলন করছে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচনের জন্য। গত ১৭ বছরের রাজনীতি ছিল দূর্নীতি, গুম, খুন, চাদাবাজি, মাদক ব্যবসা। বিএনপি এগুলো চায় না।
তিনি আরো বলেন ফ্যাসিবাদ ও সৈরাচারী সরকারকে উৎখাত করতে ছাত্রজনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। সামনে কঠিন সময় দলের ভিতরে একতা সৃষ্টি করতে হবে।
পি আর পদ্ধতির সমালোচনা করে বলেন বিএনপি এ পদ্ধতি চায় না। মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।