কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২০ জুলাই) সকাল ৬ টায় কসবা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ও একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সুমন মিয়া।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬টার দিকে কুটি ইউনিয়নের রানিয়ারা-বিশ্নপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই ফারুক হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং সুমন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া মাদকচক্রের আরও তিন সদস্য পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আব্দুল কাদের জানান, “মাদকবিরোধী এই অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হচ্ছে। কসবাকে মাদকমুক্ত রাখতে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।