কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৪ জুলাই) কুটি শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী টুটন কুমার সাহার পরম পূজনীয় পিতা বিশিষ্ট ব্যবসায়ী দানবির স্বর্গীয় শ্রী মনতোষ সাহার মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করা হচ্ছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুপুরে কুটি শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে ভোগ আরতি কীর্তন শেষে এলাকার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।