প্রশান্তি ডেক্স ॥ অর্ন্তবর্তী সরকারের কর্মকান্ড প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, করপোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না। জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সামস্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘এনবিআর কর্মকর্তারা যত রাজস্ব আদায় করেন, তার চেয়ে বেশি অর্থ করফাঁকি দেওয়ার সুযোগ করে দেন।’
অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, ‘বিগত সরকার বাছ-বিচার ছাড়াই চড়া সুদে ঋণ নিয়ে দেশকে বিপদে ফেলেছে। ঋণের অপব্যবহারের মাশুল গুণতে হচ্ছে এখন। সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে ঋণ এবং এর সুদ পরিশোধে।’
জিডিপি’র অনুপাতে কর-রাজস্ব আয় বাড়াতে সরকারের সদিচ্ছা এবং কর অব্যাহতির মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন বিশেষজ্ঞরা।