কসবায় ২০৫ কেজি গাজা উদ্ধার,গ্রেফতার -১

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ৪ ঘটিকায়  অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের বসত ঘর হতে এ যাবৎ কালের সর্বোচ্চ ২০৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। 

  এ সময় গাঁজা উদ্ধারকৃত কালতা দিঘীরপাড় গ্রামের মোঃ মনু মিয়ার পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.