ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় ৩১ জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কসবা পুরাতন বাজারের মাঝামাঝি রেলিংয়ের মাঝেঁ ফাঁকা জায়গায় পরিবেশবান্ধবে এ কর্মসূচি পালন করেছেন। উপজেলার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির দৃাষ্টনন্দন ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশ্রাফ উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের, কসবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, এছাড়াও সাংবাদিক নাইমুল ইসলাম জিহাদ, জামশেদ মিয়া, শরিফুল ইসলাম ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ইউএনও ছামিউল ইসলাম বলেন, “গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ফোরামের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলুক এটাই আমাদের প্রত্যাশা।