প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স \ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। গত বুধবার ট্রাম্প আরও জানান, একই দিনে ভারতের ওপর অনির্দিষ্ট একটি শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হবে। যদিও এর পরিমাণ কিংবা ধরন তিনি স্পষ্ট করেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ভারত আমাদের বন্ধু হলেও তারা বহু বছর ধরে উচ্চ হারে এমন সব শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের মধ্যে অন্যতম। এছাড়া অর্থ সংশ্লিষ্ট নয় এমন বাণিজ্য প্রতিবন্ধকতার দিক থেকেও তাদের অবস্থান সবচেয়ে খারাপ।
তিনি আরও লিখেছেন, ভারত বরাবরই তাদের সামরিক সরঞ্জামের বেশিরভাগ রাশিয়া থেকে কিনেছে এবং রাশিয়ার বৃহত্তম জ্বালানি ক্রেতা। এমন এক সময়ে তারা রাশিয়ার তেল কিনছে যখন সবাই চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করে। এসব মোটেই ইতিবাচক নয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি, শুল্কনীতি এবং কৌশলগত দ্ব্ন্দ্ব এর আগেও উত্তেজনার সৃষ্টি করেছে। তবে এ ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ ক্রমেই বাড়ছে।