বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্র্রশান্তি ডেক্স ॥অনেক বছর ধরে বাংলাদেশে সন্ত্রসাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি এ ধরনের উদ্বেগে তারা বেশ কিছু বৈঠক করেছে। তবে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে সঠিক উত্তর দিত পারেননি, কারণ উদ্বেগ তার কাছে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গত সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমন নয় যে তারা কখনই কোনও উদ্বেগ প্রকাশ করেনি। গত এক বছর ধরে করছে- বিষয়টি সেরকমও নয়। প্রায় এক বছর পার হয়ে যাওয়ার পর করেছে। পিরিওডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের বিষয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হচ্ছে, কোথাও কোন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কিনা।’

তিনি বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর আমি সঠিক দিতে পারবো না। কারণ উদ্বেগ তারা আমার কাছে করেনি। হয়তো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলতে পারবেন। আমি জানি না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা।’ গত এক বছরে কী পরিবর্তন হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ’আমরা চেষ্টা করেছি যত দূর সম্ভব আত্নসম্মান বোধ বজায় রেখে, সবার সঙ্গে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করার। কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি।’

Leave a Reply

Your email address will not be published.