কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ৯ টা অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই মোহাম্মদ কাউছার, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মামুন হোসেন, দুস্ত মোহাম্মদ ও শরিফা খাতুন ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার শীতলপাড়ার মোঃ সবুজ মিয়ার বসত বাড়ির মুদি দোকান থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে শীতলপাড়া গ্রামের মোঃ মনির হোসেনের স্ত্রী মিনু বেগম( ৪০), মৃত সুলেমান মিয়ার পুত্র সবুজ মিয়া(৩১), তেতৈয়া গ্রামের মৃত মোতালেব মিয়ার পুত্র বাদল মিয়া (৫৪) এবং লতয়ামুড়া গ্রামের শফিক মিয়ার স্ত্রী আছিয়া বেগম( ৪০)কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।