কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১০ আগস্ট) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এ এস আই কামরুল হাসান ভূঁইয়া ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা গ্রামের আলমগীর মিয়ার বসতবাড়ি থেকে ১৯ পিস রয়েল মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদকের সাথে জড়িত থাকার দায়ে মৃত শাহ আলম মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৭) এবং আব্দুর রশিদের পুত্র মোঃ শামীম( ৩০) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।