কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২১আগস্ট) রাতে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে যৌথ বাহিনীসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই মোহাম্মদ ফারুক হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের মোঃ বাহারান মিয়ার বসতবাড়ি থেকে ৫০০গ্রাম গাজা, স্কফ সিরাপ ও মাদক বিক্রির ৩০ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় ৫ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, আকবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ জাকির হোসেন (৪৫), কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার পুত্র মোঃ আকিব মিয়া (২৭), একরাম খার পুত্র মোঃ কামাল খা (৩০), কসবা শান্তি পাড়ার আব্দুল মান্নানের পুত্র মোঃ রাবিব মিয়া (২৫) ও মৃত চানমোহন সাহার পুত্র দিপক সাহা (৩৫) ।
এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।