কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৮ আগস্ট) অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন ডেভিল হান্টদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র ডেভিলহান্টের সক্রিয় সদস্য মোঃ রুহুল আমিন (৫০) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় অপকর্ম চালিয়ে আসছিল এবং তার বিরুদ্ধে মামলা ছিল। এই ধরনের অভিযান অব্যাহ থাকবে। অপরাধি যেই হোকনা কেন তাকে ছাড় দেয়া হবে না বরং মাটি খুড়ে বের করে আনা হবে। আদালতের মাধ্যমে বর্তমানে সে জেল হাজতে রয়েছে।