কসবায় একটি এয়ার পিস্তল সহ একজন গ্রেপ্তার ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (২৪ আগস্ট) ভোর রাতে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরিচালনাকালে এসআই মোহাম্মদ ফারুক হোসেনর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে কসবা উপজেলার বায়েক  ইউনিয়েনের রঘুরামপুর আব্দুল হকের বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর হতে একটি কালো রঙ্গের এয়ার পিস্তল উদ্ধার করা হয।

এ সময় কায়েমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের লিটন মিয়ার পুত্র হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়।      

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ব্যাপারে কসবা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.