কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা ডাকঘরের ৮ টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। শূন্য পদগুলো হচ্ছে, অপারেটার পদে ২ জন, পোস্টম্যান পদে ৩ জন, পেকার পদে ১ জন, রানার পদে ১ জন এবং নৈশ প্রহরী পদে ১ জন।

জানা যায়, উপজেলা ডাকঘরে নৈশ প্রহরী পদটি অনুমোদন না থাকায় কোন লোক দেয়া সম্ভব হচ্ছে না। ফলে কিছুদিন পূর্বে অফিসের জানালা ভেঙ্গে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
তাছাড়া প্রয়োজনীয় লোক বলের অভাবে ডাকঘরের সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।