প্রশান্তি ডেক্স ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাবির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিআরইউতে আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে মঞ্চ ৭১-এর ব্যানারে তারা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানালে করলে পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে শাহবাগ থানায় নিয়ে যায়।

পুলিশ হেফাজতে নেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর। তিনি বলেন, ডিআরইউতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র মব সৃষ্টি হয়েছে। সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নেতা ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাননি।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা এর আগেই পৌঁছে যান। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখে। তারা লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলে।
এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীরাও যোগ দেন। সংঘর্ষে যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাত জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। উত্তেজিত ছাত্র জনতা পুলিশকে লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করার দাবি জানান।
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী : মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েক জন নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। অনুষ্ঠানস্থল থেকেই পুলিশ লতিফ সিদ্দিকী ও তার সঙ্গে থাকা কয়েক জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ পাঁচ-ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাদের গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন, সে কারণে তাকে এবং তার কয়েক জন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকালেই ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে অনুষ্ঠানে উপস্থিত একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে স্মোগান দিতে থাকে। তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।