কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৬ কেজি গাজাসহ মাদক ব্যবহারকৃত একটি পিক আপ আটক করেন কসবা থানা পুলিশ।

সকালে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন গত মঙ্গলবার রাত ১১ টায় কসবা থানাধীন কায়েম পুর ইউনিয়নের কসবা টু নয়নপুর রোড এলাকায় অভিজান চালিয়ে
পাকা রাস্তার উপর থেকে ৬৬ কেজি গাজাসহ একটি পিকআপ আটক করে কসবা থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়।
পলাতকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।