কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কসবা উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলমোড়ার মোঃ এনামুল হকের ভিটি বাড়িতে মাটি কাটার সময় অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে মরিচা ধরা ৪ কেজি ওজনের ১ ফুট লম্বা মটার সেল দেখতে পায়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটার সেলটি জব্দ করেছে।

অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের জানান, বর্ণিত মটার সেলটি সদর দপ্তর ৩৩ পদাবিক ডিভিশন কিউ এন্ড অর্ডিন্যান্স শাখা কুমিল্লার সেনানিবাসের মাধ্যমে বিস্ফোরক ঘটানো হবে।