বিভিন্ন ধরনের বন্ডে সংশোধনী আনতে যাচ্ছে বিএসইসি

প্রশান্তি ডেক্স ॥ পুঁজিবাজারে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের বন্ডে সংশোধনী আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে সংস্থাটি। এখন এই খসড়া সংশোধনীর উপর জনমত নেওয়া হবে।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই বন্ড তথা সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এখন এই খসড়া সংশোধনীতে জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

দীর্ঘ বছর ধরে অর্থনীতিকে শক্তিশালী করতে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার পরামর্শ দিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা। দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত বিএসইসির নতুন কমিশন পুঁজিবাজারে নানামুখী সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার পরামর্শের জন্য গঠন করা হয়েছে টাস্কফোর্স। সেই টাস্কফোর্স পরামর্শ নিয়ে কমিশন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), মিউচুয়াল ফান্ড ও বন্ডসহ বাজারকে বৈচিত্র্যময় করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কমিশন বিভিন্ন ধরনের বন্ড ইস্যুর সুযোগ সিৃ্‌ষ্টর জন্য বিধিমালায় সংশোধন আনার উদ্যোগ নিয়েছে। 

এদিকে কমিশন সভায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্ণ হওয়ায় অবলুপ্তির জন্য ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদের পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published.