কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় অভৈধভাবে ডেজার মেশিন দিয়ে মাটি কেটে ডেজারের পানি ঝুর পূর্ব পুকুরে ছেড়ে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ যেমন সিলভার ,কাতলা, রুই ,মিরকেল ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬ লক্ষ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর বায়েক ইউনিয়নের সস্তাপুর গ্রামের মৃত্যু সৈয়দ আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ থাহিল করেন। যার এস ডি আর নাম্বার ৩৫৩৯।

ঘটনাটি ঘটেছে উপজেলার বায়েক ইউনিয়েনের গৌরাঙ্গলা সস্তাপুর এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায় বায়েক ইউনিয়নের মৃত্যু আব্দুর রাজ্জাকের ছেলে বায়েক ইউনিয মনির হোসেন, কোনাকাটা গ্রামের সন্দু মিয়ার ছেলে হুমায়ুন ও নয়নপুর গ্রামের মৃত্যু তৈয়ব আলীর ছেলে নেতা ফিরোজ মিয়া জোরপূর্বক অবৈধভাবে ডেজার দিয়ে মাটি কেটে ডেজারের পানি জোরপূর্বক পুকুরে ফেলে প্রায় ১৬ লক্ষ টাকার মাছ মেরে ফেলে।
জাহাঙ্গীর অভিযোগ করে আরো বলেন, মনির গংরা ডেজার দিয়ে যে জায়গাটি ভরাট করছে সেটি আমার বাবার সম্পত্তি জোরপূর্বক ভুয়া দলিল বানিয়ে জায়গাটি ভরাট করছে। উল্টো ডেজারের পানি ছেড়ে আমার পুকুরের মাছ মেরে ফেলছে আমি কোন কিছু বলতে চাইলে আমাকে তারা মারতে আসে নিরুপায় হয়ে আমি থানায় অভিযোগ করেছি।
আমি এ ঘটনার একটি সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন পুকুরের ডেজারের পানি দিয়ে পুকুরের মাছ মারার একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব ।
বিএনপি নেতা মনির গংদের সাথে যোগাযোগ করলে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।