কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কসবা টু নয়নপুরগামী পাকা রাস্তার উপর হতে ২০ কেজি গাঁজাসহ সাদা রঙের টয়োটা এম প্রাইভেট কার উদ্ধার করা হয়।

এ সময় মাদকের সাথে জড়িত থাকার দায়ে মাদারীপুর জেলার চরলক্ষীপুর গ্রামের মোঃ তারা মিয়ার পুত্র আবুল কাশেম (৬০)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে ।