পাকিস্থানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রশাান্তি ডেক্স ॥ পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশর সহজ জয়ে উদ্ভাসিত বাঙ্গালী বীর রমনীরা। নারীদের ওয়ানডে বিশ্বকাপের শুরুতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে পাকিস্থানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে নিগার সুলতানারা। ১৩০ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে তাড়া করেছে। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এটি টাইগ্রেসদের দ্বিতীয় জয়। ২০২২ সালেও প্রথম জয়টি এসেছিল এই পাকিস্থানের বিপক্ষে।  

৭ রানে ফারজানা হক (২) ফিরলে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। অভিষেকেই ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।

রুবাইয়া দ্বিতীয় উইকেটে শারমিনকে নিয়ে ২৮ রান যোগ করেন। তারপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন আরও ৬২ রান। নিগার ২৩ রানে ফিরলে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে পরে নিশ্চিত করেন অসাধারণ একটি জয়। সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রানের ঝোড়ো ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।

শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্থান শুরুতেই বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই গতিময় বোলিংয়ে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার। তিনি ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। সুইং বোলিংয়ে আলো কাড়েন তিনি। ৩১ রান দুটি নিয়ে পরে ম্যাচসেরাও হয়েছেন।

এরপর খেলার নিয়ন্ত্রণ নেন স্পিনাররা। শর্ণা আক্তার মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে ঝলক দেখান। আর নাহিদা আক্তার নেন ১৯ রানে ২ উইকেট। ফলে পাকিস্থান সব উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে থামে মাত্র ১২৯ রানে।

Leave a Reply

Your email address will not be published.