কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পৌর এলাকার আড়াইবাড়ী কদমতলী মোড় পাকা রাস্তার উপর হতে ২২ কেজি গাজাসহ জাজিসার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুকু মিয়ার পুত্র সুমন মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।