কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে অগ্রভগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল.)-এর উদ্যোগে সংগঠনের ২৪২তম মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কসবা পশ্চিম ইউনিয়ন আকছিনা কুল্লাবাড়ীতে। অগ্রভাগীয় সংগঠন (সিটিএল) এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোসম্মৎ জান্নাত আক্তারকে, যিনি দীর্ঘদিন ধরে হার্ট, বাল্ব ও কিডনি রোগে ভুগছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, যিনি তার নেতৃত্বে মানবিক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কসবা বয়েজ স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ খইরুল ইসলাম শিক্ষক, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ শাহ আলম খান, চেয়ারম্যান, খান গ্রুপ (কাতার প্রবাসী) জনাব মোঃ শাহ আলম, শিক্ষক, কসবা সরকারি উচ্চ বিদ্যালয় জনাব মোঃ মেহেদী হাসান রুবেল, সাবেক সভাপতি, কসবা উপজেলা ছাত্রদল, জনাব মোঃ সাদ্দাম হোসেন, সভাপতি, কসবা মহিলা মাদ্রাসা; জনাব মোঃ রুবেল সরকার, সহ-সভাপতি, সি.টি.এল.; জনাব এই. এম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী, কসবা পুরাতন বাজার; জনাব মোঃ বিল্লাল সরকার, আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, কসবা উপজেলা; জনাব এই. এম হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি, কসবা উপজেলা; জনাব মোঃ আশিক মাহমুদ, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল; জনাব মোঃ আখের মিয়া, সদস্য সচিব, কসবা পশ্চিম ইউনিয়ন যুবদল; অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজীব ভূঁইয়া।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অগ্রভগীয় সাহিত্য সংগঠন শুধু সাহিত্যচর্চা নয়, মানবিক মূল্যবোধে আলোকিত সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”