কসবা রেলস্টেশন থেকে যুবলীগ নেতা গ্রেফতার

কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৫ অক্টোবর) সকালে তিনি উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাচ্ছিলেন। এ সময় স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম আযম কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.