জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধি জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেখানে গাড়িতে বসেই তার স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি।

গত বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে সাপ্তাহিক প্রশান্তিকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেগম জিয়ার ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ সমাধি জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না।

একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর সমাধি জিয়ারত করছেন অস্বাভাবিক কিছু না।

আরেক জনের ভাষ্য, জেল থেকে মুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি হঠাৎ সমাধিতে যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমাধিতে আসা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সাপ্তাহিক প্রশান্তিকে জানান, গত বুধবার রাতে হঠাৎ করেই বেগম জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন। তিনি মনে করেন, বেগম জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপার্সনের নিরাপত্তা সমন্য়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Reply

Your email address will not be published.