কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কসবা-আখাউড়া সড়ক সংস্কারের দাবিতে কসবায় জামায়াতের মানববন্ধন

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ এবং কসবা-আখাউড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কসবা পৌর এলাকার সুপার মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা উপজেলা ও পৌর শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে এবং কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের সর্বত্র খানাখন্দে ভরা, এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান সরকার। তিনি বলেন, “কসবা-ব্রাহ্মণবাড়িয়া সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। যেখানে ৩০ মিনিটে যাত্রা শেষ হওয়ার কথা, এখন সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। একই অবস্থা কসবা-আখাউড়া সড়কেরও। এই দুই সড়কে জনগণের দুর্ভোগ সীমাহীন। আগামী ১৫ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে জনগণকে নিয়ে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া সম্পাদক কবির হোসেন,কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, কসবা পৌর উচ্চবিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল হান্নান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা সভাপতি মো. সাইফল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌর আমীর মো. হারুনুর রশিদ, উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা আমীর অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমীর কাজী মো. ইয়াকুব আলী।

বক্তারা বলেন, বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। জনগণের জানমালের নিরাপত্তা ও চলাচলের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জানান, এ দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে স্মারকলিপি দেওয়া হবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সড়ক সংস্কারের দাবি জানিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published.