প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চীন নাকি এমন এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা পৃথিবীর যেকোনও স্থান থেকে একযোগে ছোড়া হাজারও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। সাউথ চায়না মর্নিং পোস্ট’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অভাবনীয় প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম’। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের আদলে তৈরি।

১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ’ বা ‘স্টার ওয়ার্স’ নামে একটি উচ্চাকাঙ্ক্ষী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভাবুন, এমন এক ব্যবস্থা যা শত্রুর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আমাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারবে।
কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। কয়েক দশক পর, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন নতুন গোল্ডেন ডোম প্রকল্পের। এটি একটি চার স্তরবিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার খরচ আনুমানিক ১৭৫ বিলিয়ন ডলার। এতে থাকবে মহাকাশে এক স্তর এবং স্থলভাগে তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা, যা আলাস্কা, হাওয়াই ও মূল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে থাকবে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনা বিজ্ঞানীরা ইতোমধ্যে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর প্রোটোটাইপ চালু করেছেন। এটি মহাকাশ, সমুদ্র, আকাশ ও স্থলভাগে স্থাপন করা বিভিন্ন সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে হুমকি শনাক্ত ও বিশ্লেষণ করতে সক্ষম।
এই প্রযুক্তিকে বলা হচ্ছে গ্রহজুড়ে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যা উন্নয়ন ও মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
নানজিং রিসার্চ ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স টেকনোলজির গবেষকরা মডার্ন রাডার সাময়িকীতে প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, এই প্রোটোটাইপ একযোগে এক হাজার ডেটা প্রসেসিংয়ের কাজ পরিচালনা করতে পারে। এটি বিচ্ছিন্ন, বহুস্তরের ও অনেক ধরনের হুমকির তথ্য একত্র করে বিশ্লেষণ করতে সক্ষম। যা পিএলএ সদর দফতরের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প এখনও প্রযুক্তিগত কাঠামো নির্ধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বহুমাত্রিক প্রতিরক্ষা নেটওয়ার্ক হিসেবে পরিকল্পিত হলেও বাস্তবায়ন শুরু হয়নি।
বিশ্লেষকদের মতে, চীনের এই উদ্ভাবন এখন শুধু সামরিক প্রযুক্তিতেই নয়, কৌশলগত প্রতিরক্ষা প্রতিযোগিতাতেও বেইজিংকে এক ধাপ এগিয়ে নিলো। রিগানের ‘স্টার ওয়ার্স’ ও ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ এখনও কাগজে সীমাবদ্ধ। কিন্তু চীন ইতোমধ্যেই তা বাস্তবায়নের পথে পা রাখলো।সূত্র: এনডিটিভি