কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১৯ অক্টোবর) সকালে ১১টায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পৌর এলাকার তালতলা চৌরাস্তার মোড়ে বটগাছ এর পূর্ব পাশে কসবা টু সৈয়দাবাদগামী পাকা রাস্তার উপর হতে ৭০ কেজি গাঁজা ও একটি পিকআপ ট্রাক উদ্ধার করা হয়।

এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলার হালুরঘাট থানার রঘুরামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর পুত্র মোঃ মনজরুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।