দেশে প্রথমবার সফলভাবে ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ ব্যাটারি প্রতিস্থাপন

প্রশান্তি ডেক্স॥ দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) সার্জারির রোগীর বুকে ব্যাটারি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এ সার্জারি করা হয়। সার্জারিটির নেতৃত্ব দেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

এই সার্জারি উপলক্ষে গত সোমবার একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করে ক্রেডিবল সলিউশন। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন- বেইজিং পিনস মেডিক্যাল কোম্পানির সিইও জেসন, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, প্রফেসর ড. ফজলে এলাহী মিলাদ, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক মমতাজুল হক, সহকারী অধ্যাপক ড. শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডা. মোতাশিমুল হাসান শিপলু, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহকারী অধ্যাপক ডা. খালেদ আহমেদুর রহমান, সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান খসরু, সহকারী অধ্যাপক ড. রাশেদ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ডা. সুমন রানা প্রমুখ।

এই সার্জারিতে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও ব্যাটারি সরবরাহ করেছে ক্রেডিবল সলিউশন। প্রতিষ্ঠানটি বেইজিং পিনস মেডিক্যালের একমাত্র অনুমোদিত পরিবেশক। পিনস হলো ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি। বর্তমানে ক্রেডিবল সলিউশন বাংলাদেশে এই উন্নত ডিবিএস ডিভাইস ও ব্যাটারি সরবরাহ করছে।

বিশেষজ্ঞদের মতে, এই সার্জারি বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ, দীর্ঘমেয়াদে ব্যাটারি পরিবর্তন করে রোগীর জীবনমান উন্নত করা সম্ভব হচ্ছে দেশেই।

ওয়ার্কশপে জানানো হয়, পারকিনসন্স হলো এক ধরনের চলাফেরাজনিত স্নায়ুবিক রোগ, যা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কম্পন, ধীরগতিতে নড়াচড়া, অনমনীয় পেশি, ও ভারসাম্যহীনতায় ভোগেন। মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী কোষের অবক্ষয়ের কারণে রোগটি দেখা দেয়।

অন্যদিকে, ডিস্টোনিয়া এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার, যেখানে রোগীর পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয়ে পুনরাবৃত্তিমূলক বা অস্বাভাবিক নড়াচড়া সৃষ্টি করে। এটি শরীরের একটি অংশ (ফোকাল), একাধিক অংশ (সেগমেন্টাল) বা পুরো শরীরকেই (জেনারালাইজড) প্রভাবিত করতে পারে।

চিকিৎসকরা জানান, ডিপ ব্রেইন স্টিমুলেশন সার্জারি এ ধরনের রোগে আক্রান্তদের জন্য একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে জীবনের মান উন্নত করতে সহায়তা করে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, “এই সার্জারি দেশের জন্য এক বড় অর্জন। আমরা এখন মুভমেন্ট ডিজঅর্ডার রোগীদের উন্নত ব্রেইন স্টিমুলেশন চিকিৎসা সম্পূর্ণভাবে বাংলাদেশেই দিতে পারছি।”

Leave a Reply

Your email address will not be published.