কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত বুধবার (২৯ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোঃ মনির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবার কুটি কাঠেরপুল খাদ্য গুদামের সামনে কুমিল্লা – সিলেট মহাসড়কের পূর্ব পাশ থেকে ৪৭ বোতল বিদেশী মদ ও ব্যাটারি চালিত অটো রিস্কা উদ্ধার করা হয়। এ সময় কুমিল্লার উত্তরপাড়ার আলী হোসেনের পুত্র মোঃ সুমন মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।