কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের পরিচালনায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আড়াইবাড়ি দরবার শরীফের মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ূম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর হাত ধরেই বাংলাদেশ আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু পরবর্তীতে স্বাধীনতাবিরোধী ও আধিপত্যবাদী শক্তি গণতন্ত্রকে নষ্ট করেছে। বিএনপি অতীতেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও রাজপথে থাকবে।”

বক্তারা আরও বলেন, “কসবা-আখাউড়া বিএনপির দুর্দিনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া দলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন। জেল-জুলুম, নির্যাতনের সময় তিনি সকলের খোঁজখবর নিয়েছেন ও মনোবল জুগিয়েছেন। তাই কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে তাঁর প্রতি তৃণমূল নেতাদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটাতে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আহ্বান জানাই—এই আসনে যেন তাঁকেই নমিনেশন দেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published.