কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নবগঠিত কমিটির এক কপি অনুলিপি উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা প্রশাসন ও এসিলেন্ড কার্যালয়ে এ অনুলিপি হস্তান্তর করেন কসবা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্য ও উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন কবির ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সবুজ খান জয়, মোঃ ফুরকানুল ইসলাম, শামিম আহম্মেদ, মিঠু মিয়াসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কসবা উপজেলার ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন দুঃখ-কষ্ট, চ্যালেঞ্জ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যবসার সংকট নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।
তারা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের আশ্বাস দেন।