ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাকে ট্রাকচাপা, প্রাণ হারালেন ২জন

প্রশান্তি ডেক্স ॥ ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আব্দুল আলিমের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মুসলিম মিয়া (৫৫) এবং একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে (৫০) অটোরিকশাচালক ইউসুফ মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ভোরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সবজি নিয়ে সরাইল বাজারে যাচ্ছিলেন কাঁচামাল ব্যবসায়ী মুসলিম মিয়া ও একই এলাকার অটোরিকশাচালক ইউসুফ মিয়া। পথে সরাইল বড্ডাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালকসহ ট্রাকটি আটক করেন। পরে পুলিশের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে থানায় পাঠান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা সরাইল থানায় এসে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা এই দুর্ঘটনাকে হত্যাকান্ড উল্লেখ করে দোষী চালকের বিচার দাবি করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.