কসবায় গ্রাম আদালত সক্রিয়করণে ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচী। গত বুধবার (০৫ নভেম্বর) গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয়) পর্যায় প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক জনাব মেরাজুল ইসলাম।

প্রশিক্ষণের সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (০৩) প্রকল্পের কসবা উপজেলা কো-অর্ডিনেটর মো. তৌহিদুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের ডিএমআইই পদ্ধতির কার্যক্রম, মামলার রিপোর্টিং প্রক্রিয়া ও গ্রুপ ওয়ার্কসহ বিভিন্ন বাস্তবধর্মী কার্যক্রম উপস্থাপন করেন।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম গ্রাম আদালত কার্যক্রমে সহায়ক রেজিস্টার ও ফরম বিতরণ শেষে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.