কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠিত; সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা প্রেসক্লাবের জটিলতা নিরসনে নির্বাচন করতে কিছু সদস্যদের অসহযোগিতার ফলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক মোঃ সোলেমান খানের নেতৃত্বে সংবিধানের ১৮ অনুচ্ছেদের ২৪ ধারার ৪ উপধারা মোতাবেক একক ক্ষমতায় আগামী ২ বছরের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকেলে সাবেক সভাপতি আব্দুল হান্নানকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ নির্বাচন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন; সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাকের সরকার, সহ সাধারণ সম্পাদক নাজমুল হক সজল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল ।

কার্যকরি সদস্যরা হলেন; অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও তাছলিমা আক্তার কাকলি।

Leave a Reply

Your email address will not be published.