কসবা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে অভিযান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে  প্রশাসন। গত  বুধবার (৫ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কমকর্তা  মো. ছামিউল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান। ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন কসবা রেলওয়ে স্টেশন। প্রতিদিন মহানগর এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রাবিরতি হয় এখানে।

যাত্রীদের অভিযোগ, টিকিটের তুলনায় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় তারা টিকিট সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করছে, এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, রেলভ্রমণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। টিকিট যার নামে ইস্যু হবে, ভ্রমণও তারই হতে হবে এটাই আইন। কেউ যেন টিকিটের অপব্যবহার না করে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান বলেন, আমাদের স্টেশনটি ঢাকা-চট্টগ্রাম রুটের অন্যতম ব্যস্ত স্টেশন। টিকিট কালোবাজারি রোধে আমরা নিয়মিত মনিটরিং করছি। আজকের প্রশাসনিক অভিযান আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published.