কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পৌর উচ্চবিদ্যালয়ে গত (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় দিনব্যাপী বিজ্ঞান মেলা। বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলায় শিক্ষার্থীরা নানা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে দর্শক ও অতিথিদের মুগ্ধ করেন। মেলায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ সোহানুল ইসলাম প্রদর্শন করে তার উদ্ভাবিত “ডিজিটাল কসবা নগরী পরিকল্পনা”। সে জানায়, “আমি এমন এক কসবা গড়তে চাই যেখানে প্রযুক্তি, শিক্ষা ও পরিবেশ একসাথে কাজ করবে তৈরি হবে আধুনিক, স্মার্ট ও সবুজ শহর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ ইসলাম, কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, ও কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শীবলি নোমানী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটুসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন। মেলা শেষে অতিথিদের হাতে স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ ধরনের বিজ্ঞান মেলা নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।