‘আমি জয় বাংলা করি’, এনসিপির মিছিলে দাঁড়িয়ে যুবক বললেন আমারে কিছু কর

প্রশাান্তি ডেক্স॥ নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ ে¯্লাগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা।

গত বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে জয় বাংলা ে¯্লাগান দেওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক বহিরাগত যুবক ‘জয় বাংলা’ ে¯্লাগান দেন।

এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তারা ওই যুবককে ধাওয়া দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই যুবককে না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি নিয়ে এগিয়ে যান। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

এ বিষয়ে মিছিলে অংশগ্রহণ করা এনসিপি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘আমাদের মিছিলের পেছনে হঠাৎ এক বহিরাগত যুবক জয় বাংলা ে¯্লাগান দেয় এবং চিৎকার করে বলে ‘‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’’। তখন আমাদের মিছিলের পেছনের অংশে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তারা দৌড়ে এসে আমাদের ডাক দিলে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরতে যাই। কিন্তু ততক্ষণে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। জয় বাংলা ে¯্লাগান দেওয়া ওই যুবক কোথা থেকে এসেছে এবং তার পরিচয় কি তা কিছুই জানতে পারি নাই। পরে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়েছে।’

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন- এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.