কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী উপকরণ বিতরণ

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের কৃষক ব্রেফিং ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া। এ সময় এসএপিপিও, উপসহকারী কর্মকর্তাগণ ও প্রদর্শনীপ্রাপ্ত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.