বাংলাদেশে সুষ্ঠু ও অর্ন্তভূক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যানের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান।

গত মঙ্গলবার (১১ নেভেম্বর) লন্ডনের হাউস অব কমন্স থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে হারো ইস্টের এমপি বব ব্ল্যাকম্যান এই আহ্বান জানান। বিবৃতিতে ব্ল্যাকম্যান বলেন, “নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন।”

ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে ব্ল্যাকম্যান বলেন, “প্রতিশ্রুতি সত্ত্বেও গণতান্ত্রিক সংস্কার, সংবিধানিক মূল্যবোধ ও শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।”

বিবৃতিতে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে ‘অত্যন্ত সম্মানিত ও সুনামধারী ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে ব্ল্যাকম্যান বলেন,“তার অবস্থান ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জনগণের প্রত্যাশাও তার প্রতি অনেক বেশি।”

তিনি বলেন, “ইউনূস প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সব রাজনৈতিক মতের মানুষ বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখার সুযোগ পান।”

বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা উল্লেখ করে ব্ল্যাকম্যান বলেন, “জুলাই অভ্যুত্থানের পর তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা, সুরক্ষা এবং রাজনৈতিক পরিসরে ন্যায্য অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে ব্ল্যাকম্যান বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার এবং প্রতিহিংসামুক্ত, বৈষম্যহীন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশের সবশুভানুধ্যায়ীকে এগিয়ে আসতে হবে।”

বাংলাদেশ একসময় তার জনগণ, সংস্কৃতি ও ভাষার স্বাধীন পরিচয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এখন সেই লক্ষ্য অর্জনে দেশটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি।

Leave a Reply

Your email address will not be published.