কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ মাঠে গত শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কসবা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও চরিত্র গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
বিগত সময়ে আমরা হতাশার মধ্য দিয়ে গেছি। জুলাই-আগস্টে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নীরস্ত্র আবু সাঈদ জীবন দিয়েছেন। ইসলামী ছাত্রশিবির সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে কখনো পিছপা হয়নি। স্বাধীনতার পরও দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য বন্ধ হয়নি। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কসবা পৌর মেয়র পদপ্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমীর শীবলি নোমানী, কসবা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি গোলাম সারোয়ার, তফাজ্জল আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, কসবা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম রেজা, কসবা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, কসবা প্লেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটু , উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম. হারুনুর রশিদ ঢালি। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল সাইফুল। অনুষ্ঠানের শেষ পর্বে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।